কক্সবাজারে সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসিরউদ্দীন পাটোয়ারীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে ‘কটূক্তিপূর্ণ’ ও ‘ঔদ্ধত্যপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (১৯ জুলাই) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদল জানায়, “নব্য এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে গিয়ে কক্সবাজারের মাটি ও মানুষের জননন্দিত নেতা সালাহউদ্দিন আহমেদ সম্পর্কে তীব্র উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। তিনি প্রায়শই দেশের সম্মানিত জাতীয় নেতাদের বিষয়ে চরম অশ্রদ্ধাপূর্ণ, রাজনৈতিক শিষ্টাচারবিরোধী অসংলগ্ন বক্তব্য দিয়ে থাকেন। তার আচরণগত ও বক্তব্যের অসংলগ্নতার কারণে অনেকেই তার সুস্থতা ও স্বাভাবিকতার বিষয়ে সন্দিহান।”
এতে আরও বলা হয়, “রাজনীতিতে ঘৃণার বিষবাষ্প ছড়িয়ে দেয়া এধরণের হাইব্রীডেরা দেশের সুস্থ স্বাভাবিক ও উন্নত রাজনৈতিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। আমরা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ইতিবাচক ও সুস্থ ধারার রাজনীতি করার পরিবর্তে নয়া রাজনৈতিক বন্দোবস্তের বুলি আওড়ানো কিছু নব্য নেতারা দেশের নানা প্রান্তে গিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের প্রতি বিষোদগারকেই নিজেদের রাজনীতির একমাত্র এজেন্ডা সাব্যস্ত করেছেন। আমরা মনে করি এধরণের নিম্নমানের মানসিকতা রাজনৈতিক দেউলিয়াত্বের নামান্তর। অভ্যুত্থানোত্তর বাংলাদেশে গণমানুষের যে সুস্থ ও সুন্দর রাজনৈতিক পরিবেশের প্রত্যাশা, এধরণের বিষোদগার ও বাগাড়ম্বসর্বস্ব বক্তব্য সেই জনপ্রত্যাশাকে ব্যর্থ করে দিচ্ছে।”
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে অবিলম্বে নাসিরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, “একইসাথে তারা বলেছেন, জাতীয় নেতাদের প্রতি এধরনের অরুচিকর, অসংলগ্ন, লাগামহীন মন্তব্যের বিপরীতে ছাত্র-জনতা যদি কোন পদক্ষেপ গ্রহণ করে, এর জন্য শুধু এনসিপি নেতারাই দায়ী থাকবেন।”
এর আগে শনিবার দুপুরে কক্সবাজার শহরে জুলাই পদযাত্রা শেষে পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে আয়োজিত সমাবেশে বক্তব্য প্রদানকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে বিরুপ মন্তব্য করেন এনসিপির কেন্দ্রীয় মূখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। এই বক্তব্যের জেরে ক্ষিপ্ত ও উত্তাল হয়ে উঠে চকরিয়া-কক্সবাজারসহ সারাদেশের বিএনপি, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সিটিজিপোস্ট/এসএমএফ
২১ জুলাই, ২০২৫
নির্বাচন কমিশনের (ইসি) নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী ‘শাপলা’ প্রতীক কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া হবে না। তবে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) শাপলা প্রতীক বরাদ্দ না পাওয়ার পরও তাদের চলমান রাজনৈতিক কর্মসূচি ও সমাবেশে প্রতীকটি ব্যবহার করছে।ইতোমধ্যে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি- বিভিন্ন স্থানে এনসিপ...
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
নির্বাচন কমিশনের (ইসি) নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী ‘শাপলা’ প্রতীক কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া হবে না। তবে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) শাপলা প্রতীক বরাদ্দ না পাওয়ার পরও তাদের চলমান রাজনৈতিক কর্মসূচি ও সমাবেশে প্রতীকটি ব্যবহার করছে।ইতোমধ্যে “দেশ গড়তে...