রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরীবুল্লাহ পাড়া এলাকায় প্রবাসী ও ফার্নিসার ব্যবসায়ীর ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল স্বর্ণালঙ্কার, নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি ফ্রিজে সংরক্ষিত মাংসও নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
চুরি হয়েছে দোস্ত মোহাম্মদের নতুন বাড়িতে, যার বড় ছেলে মো. তসলিম উদ্দিন খান পেশায় ডেকোরেটর ও ফার্নিসার ব্যবসায়ী এবং ছোট ছেলে মুসলিম উদ্দিন খান একজন প্রবাসী। পরিবারটি শহরে পারিবারিক দাওয়াতে অংশ নিতে গেলে বৃহস্পতিবার দিবাগত রাতের যেকোন সময় এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী তসলিম উদ্দিন খান জানান, চোরেরা রাতের যেকোন সময়ে সদর দরজার বাইরের হুক ভেঙে ভিতরে প্রবেশ করে এবং ভিতর থেকে হুক লাগিয়ে দেয়। এরপর ঘরের প্রতিটি কক্ষের আসবাবপত্র ভেঙে কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে। তারা তসলিমের ছোট ভাইয়ের স্ত্রীর ৬ ভরি স্বর্ণালঙ্কার, তার নিজের স্ত্রীর ২.৫ ভরি স্বর্ণালঙ্কার, ফার্নিসার বিক্রির নগদ ৮৫ হাজার টাকা, বাবার পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।
পরদিন সকালে তাদের মামাতো বোন রাস্তা দিয়ে যাওয়ার সময় বাড়ির গেইট খোলা এবং ভিতরে হুক লাগানো অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের ফোন করে বিষয়টি জানায়। পরে পরিবারের লোকজন এসে চুরির বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে ফোনে অবগত করে।
চুরির খবর পেয়ে চুয়েট ফাঁড়ির ইনচার্জ এস.আই মামুন, নোয়াপাড়া ফাঁড়ির এস.আই মো. হারুনসহ পুলিশের একটি দল বিকেল ৪টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, মৌখিক অভিযোগ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এখনো ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দেয়নি, তবে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।
সিটিজিপোস্ট/এমএইচডি
২০ জুলাই, ২০২৫
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরিয়ার আকিব (২৪) নামে এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার ওচমানপুর ইউনিয়নের গিনাজি ভূঞা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহত আকিব চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি একই গ্রামের বাসিন্দা, প্রয়াত আব্দুল আজিজের বড় ছেলে।পরিব...
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৮ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরিয়ার আকিব (২৪) নামে এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার ওচমানপুর ইউনিয়নের গিনাজি ভূঞা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহত আকিব চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ক...