৪ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে পটিয়ায় মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা সম্পন্ন

সিটিজি পোস্ট প্রতিবেদক

পটিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৮ নভেম্বর, ২০২৫

৪ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে পটিয়ায় মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা সম্পন্ন

চট্টগ্রামের পটিয়ায় ৪ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

২৮ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষাটি চলে। এতে পৌরসদরের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তৃতীয় শ্রেণী থেকে ষষ্ট শ্রেণী পর্যন্ত চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পটিয়া মেধা অণে¦ষণ বৃত্তি পরীক্ষা আয়োজক কমিটির উদ্যোগে দ্বিতীয় বারের মতো এ বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়।

পরীক্ষা চলাকালে হল পরিদর্শণ করেন একর্ড প্রপ্রার্টিজ এর চেয়ারম্যান ব্যবসায়ী শাহজাহান মহিউদ্দীন, রাজনীতিবিদ অধ্যক্ষ মাওলানা ইসমাঈল হক্কানী, আবদুল সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা, বৃত্তি আয়োজক কমিটির উপদেষ্টা প্রধান শিক্ষক সেলিম উদ্দীন, প্রবীণ ব্যাংকার আবুল হোসেন, প্রভাষক মাহমুদুল হক, ব্যবসায়ী রাশেদুল ইসলাম, ব্যাংকার আবুল কালাম, সাংবাদিক শফিউল আজম, এডভোকেট শেখ ওমর ফারুক, খলিলুর রহমান, আয়োজক কমিটির আহবায়ক প্রভাষক ওমর ফারুক, সদস্য সচিব সাংবাদিক রবিউল হোসেন, সদস্য আমিনুল ইসলাম রায়হান, আবুল হাছনাত জুবাইর প্রমুখ।

আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে মেধাবী নেতৃত্ব গঠনের লক্ষ্যে এবং পরীক্ষা ভীতি দূর করতে এ পরীক্ষার আয়োজন করা হয়েছে। পটিয়ার মেধাবীরা যাতে আগামীতে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে সেজন্য এ পরীক্ষা কাজ দিবে।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ