পটিয়ায় খালেদা জিয়ার সুস্থতায় বিএনপির দোয়া মাহফিল

সিটিজি পোস্ট প্রতিবেদক

পটিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৬ নভেম্বর, ২০২৫

পটিয়ায় খালেদা জিয়ার সুস্থতায় বিএনপির দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে পটিয়া মডেল মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপজেলা ও পৌরসভার বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিলের আগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দীন সালাম মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি গাজী মো. শাহজাহান জুয়েল, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার। উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম, সৈয়দ মোহাম্মদ কাউসার, আব্দুল জলিল চৌধুরী, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, জসিম উদ্দিন মাস্টার, বিএনপি নেতা আব্দুল মোনাফ, হারুনুর রশিদ চৌধুরী, জিল্লুর রহমান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী, রবিউল হোসেন বাদশা, জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, আবু জাফর চৌধুরী, নুরুল আমিন মধু, দিল মোহাম্মদ, ফরিদুল আলম, নজরুল ইসলাম, মজিবুর রহমান, নুরুল আমিন, ফজলুল কাদের, শফিকুল ইসলাম, গাজী মনির, মনসুর আমিরী, ফরিদুল আলম, জয়নাল আবেদীন, সেলিম জাহাঙ্গীর, শাহাবুদ্দীন খোকন মেম্বার প্রমুখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন পটিয়া মডেল মসজিদের ইমাম মাওলানা ইরফানুল ইসলাম।

দোয়া মাহফিলে বিএনপি নেতারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা জেলে রেখে পরিকল্পিতভাবে শারীরিক ও মানসিকভাবে কষ্ট দিয়েছে। বাংলাদেশের গণতন্ত্রকামী কোটি মানুষ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছে। অতি শিগগিরই সুস্থ হয়ে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। দলের সব স্তরের নেতাকর্মীদের কাছে দোয়ার আহ্বান জানান তারা।

শেষে বিএনপি নেতারা দলের ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ করেন।

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ