পটিয়ায় লিজেন্সি লায়ন্স রাম্বেল কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন স্ট্রাইক লাইয়ন্স

সিটিজি পোস্ট প্রতিবেদক

পটিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৬ নভেম্বর, ২০২৫

পটিয়ায় লিজেন্সি লায়ন্স রাম্বেল কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন স্ট্রাইক লাইয়ন্স

চট্টগ্রামের পটিয়ায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে লিজেন্সি লায়ন্স রাম্বেল কাপ ফুটবল টুর্নামেন্ট। বুধবার (২৬ নভেম্বর) রাতে পটিয়া টার্ফ মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে স্ট্রাইক লাইয়ন্স ৬-১ গোলে সুপ্রিম লাইয়ন্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ম্যাচের শুরু থেকেই স্ট্রাইক লাইয়ন্স খেলোয়াড়রা আধিপত্য দেখায়। প্রথমার্ধে তারা ৩-০ গোলের লিড নেয়। দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রেখে দলটি আরও ৩টি গোল করে। শেষ দিকে সুপ্রিম লাইয়ন্স একটি সান্ত্বনাসূচক গোল করলেও ব্যবধান কমাতে পারেনি। দর্শকে ভরা টার্ফ মাঠে পুরো ম্যাচজুড়ে খেলোয়াড়দের দারুণ সমন্বয়, দ্রুত গতির আক্রমণ আর নিখুঁত ফিনিশিং নজর কাড়ে।

ম্যাচ শেষে টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও শিল্পপতি এম এয়াকুব আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি নতুন প্রজন্মের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে বলেন, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আজকের তরুণরা জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে। তাদের আত্মত্যাগ জাতি আজীবন স্মরণ করবে। তাই যে কোনো কিছুর বিনিময়ে এ অর্জনকে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে। নতুন বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিস্ট স্বৈরশাসকের জন্ম না হয়।

এ রাজনীতিবিদ আরও বলেন, খেলাধুলা তরুণদের সুস্থ রাখে, শৃঙ্খলাবদ্ধ করে এবং সমাজ থেকে অপরাধ প্রবণতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল দাশ, পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জেলা গণতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পটিয়া পৌরসভা এলডিপির সভাপতি গাজী আমির হোসেন এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, দর্শকদের উচ্ছ্বাস এবং তরুণ ফুটবলারদের প্রাণবন্ত অংশগ্রহণ। স্থানীয় পর্যায়ে এমন টুর্নামেন্ট পটিয়ার ফুটবলপ্রেমীদের মাঝে নতুন উচ্ছ্বাস যোগ করেছে।

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ