চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবি: প্রসাশনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

যান চলাচল স্বভাবিক, দুর্ঘটনার ঝুঁকি কমাতে দ্রুত উদ্যোগ চান স্থানীয়রা

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৩০ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবি: প্রসাশনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিল বিক্ষোভকারীররা। দুপুর ১টার দিকে প্রসাশনের আশ্বাসে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। সকাল থেকে মহাসড়ক অবরোধ করে রাখায় সৃষ্ট যানজট কমে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে শত শত মানুষ সড়কে অবস্থান নিলে মহাসড়কজুড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও চকোরিয়া উপজেলার চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের নানা পয়েন্টে সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মহাসড়কটি এখন ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই এ রুটের বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটে, এতে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা নিয়মিত। তাঁদের দাবি, বহুবার অনুরোধ ও দাবি জানানো হলেও সড়কটি উন্নীত করার বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি সরকার। বাধ্য হয়েই তাঁরা কঠোর আন্দোলনে নেমেছেন।

স্থানীয়দের মতে, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক শুধু স্থানীয় বাসিন্দাদের জন্য নয়, দেশের অর্থনীতি, পর্যটন ও রোহিঙ্গা ত্রাণ পরিবহনের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও পণ্যবাহী যানবাহন এই রুট ব্যবহার করেন। তবুও দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কের অনেক অংশ এখনও সরু, কিছু জায়গায় ঢালু এবং তীব্র বাঁক রয়েছে—যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে রাতে লবণবাহী ট্রাক চলাচলের কারণে সড়ক পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।

প্রতিবাদকারীরা জানান, এর আগে একই দাবিতে গত ৬ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেন। পরে ১১ এপ্রিল সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানকেও স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু দীর্ঘ সময়েও কোনো বাস্তব পদক্ষেপ না আসায় পুনরায় সড়ক অবরোধের মতো কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন তাঁরা।

স্থানীয়দের দাবি, অবিলম্বে মহাসড়কটি ছয় লেনে উন্নীত করা এবং দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কারের উদ্যোগ নিতে হবে।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ