জুলাই আন্দোলনে হামলার মামলায় লোহাগাড়ায় গ্রেপ্তার ইউপি সদস্য
লোহাগাড়া প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৫ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি) আবু বক্কর সিদ্দিক।
আজ বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার মাশাবি রেস্টুরেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বড়হাতিয়া ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার মোহাম্মদ গনির পুত্র।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া দুইটি মামলার আসামি আবু বক্করকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।”




