পটিয়ায় জামায়াতের উদ্যোগে ১১শ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা

সিটিজি পোস্ট প্রতিবেদক

পটিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৭ নভেম্বর, ২০২৫

পটিয়ায় জামায়াতের উদ্যোগে ১১শ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা

চট্টগ্রামের পটিয়ায় জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ফরিদুল আলম-এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় ১,১০০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

উপজেলার কচুয়াই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় হল রুমে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে হৃদরোগ, মেডিসিন, গাইনি ও প্রসূতি, চর্মরোগ, শিশু রোগসহ বিভিন্ন বিভাগের ১৬ জন চিকিৎসক বিনামূল্যে সেবা প্রদান করেন। এছাড়া ডায়াবেটিস পরীক্ষা, ইসিজিসহ বেশ কিছু তাৎক্ষণিক চিকিৎসা সেবাও দেওয়া হয়।

চিকিৎসা ক্যাম্প উপলক্ষে বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত সভাপতি ফখরুল আজিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ফরিদুল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার অফিস সম্পাদক নুরুল হক, উপজেলা জামায়াত আমীর জসীম উদ্দিন, কালারপুল থানা আমীর মাস্টার নাসির উদ্দীন, উপজেলার নায়েবে আমীর সাদেক হোসেন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম ও নূরুল আজিম, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুর রহমান ফারুকী, খরণা ইউনিয়ন জামায়াত সভাপতি ইঞ্জিনিয়ার এম. এ. ছালেক, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন চিকিৎসক ডা. সোলাইমান, নকিবুল হাসান, মুনসুর আলম, আরমান হোসাইন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ডা. ফরিদুল আলম বলেন, “দেশের সরকারি ব্যবস্থাপনায় স্বাস্থ্যখাত আজ অবহেলিত। পটিয়ার জনগণও এর ব্যতিক্রম নয়। তাই আমরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই চিকিৎসা ক্যাম্পগুলো চালু করেছি। ইতোমধ্যে কচুয়াইসহ পুরো পটিয়ায় ১২টি ফ্রি চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়েছে। এসব ক্যাম্পে দরিদ্র ও অসচ্ছল মানুষরা বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন। জামায়াতে ইসলামী ভবিষ্যতে ক্ষমতায় আসলে দেশের স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন আনা হবে।”

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ