চট্টগ্রাম আদালত ভবনে সরকারবিরোধী স্লোগান, আটক ৭
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১১ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম আদালত ভবনের সামনে সরকারবিরোধী স্লোগান দেওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে নগরীর কোতোয়ালী থানাধীন জামালখান এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে বৃহস্পতিবার রাতে একই এলাকা থেকে কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকান্দার হোসেন রানা (৩৯) কে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন (শুক্রবার) তাকে বিশেষ আদালতে তোলা হলে তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করে।
এ সময় পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন—তাহের মাঝি, সানী, হোসেন, ফয়সাল, পারভেজ, মামুন ও জিয়া। তারা সবাই কর্ণফুলীর শিকলবাহা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, “যুবলীগ নেতা রানাকে আদালতে তোলার সময় কয়েকজন স্লোগান দেয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে সাতজনকে আটক করে। বিষয়টি যাচাই–বাছাই চলছে।”
তিনি আরও জানান, ‘‘আটককৃতদের বিরুদ্ধে কোন ধারা প্রযোজ্য হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়নি।’’




