দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাতে জিরি মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন

সিটিজি পোস্ট প্রতিবেদক

পটিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৭ নভেম্বর, ২০২৫

দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাতে জিরি মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন

চট্টগ্রামের পটিয়া আল-জামেয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক সভা শুক্রবার (৭ নভেম্বর) আসরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।

সভায় দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মোহাম্মদ খোবাইব বিন তৈয়ব।

বার্ষিক সভা উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজারো মুসল্লী অংশ নেন এবং পুরো মাঠ অনুষ্ঠানকালীন সময়ে দর্শকদের ভিড়ে পূর্ণ ছিল। সভার প্রথম দিন ৬ নভেম্বর বৃহস্পতিবার জুহরের নামাজের পর শুরু হয়, যেখানে দেশ ও বিদেশের অনেক আলেম-উলামা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বক্তৃতা দেন পাকিস্তানের ইলিয়াস গুম্মান হাফি:, পাকিস্তানের আল্লামা মুয়াবিয়া আজম তারেক, ঢাকার আল্লামা জুনাইদ আল-হাবীব, আল্লামা রেজাউল করীম আবরার হাফি:, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, মাওলানা হাবিবুর রহমান মেজবাহ, ঢাকার মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমদ কাসেমী, ঢাকার আল্লামা শায়খ আহমদ উল্লাহ, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, নাটোরের মাওলানা মুফতি শিহাব উদ্দীন নাটোরী, নাজির হাট বড় মাদ্রাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান কাসেমী, মোজাহেরুল উলুম মাদ্রাসার মুহতামিম লোকমান হাকিম, জিরি মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুফতি এরশাদুল্লাহ, মাদ্রাসার শায়খুল হাদীস হযরত আল্লামা মুহাম্মদ মুছা, সিনিয়র মুহাদ্দিস মাওলানা লুৎপর রহমান ও মাওলানা মুফতি শোয়াইব। এছাড়া মাদ্রাসার শিক্ষক মাওলানা ক্বারী আতাউল্লাহ তেলাওয়াত করেন।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ পটিয়া আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এনামুল হক এনাম, জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ফরিদুল আলম, হেফাজতে ইসলাম ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, দেশ-বিদেশের হক্কানী ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানেদ্বীন, ইসলামী স্কলারগণ, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ