পটিয়া সরকারি কলেজ এখন ‘এ’ ক্যাটাগরির মর্যাদায়
পটিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৫ নভেম্বর, ২০২৫

সরকারি কলেজগুলোর মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় নতুন শ্রেণিবিন্যাস প্রকাশ করেছে। এতে অবকাঠামো, শিক্ষার্থী সংখ্যা ও অনার্স বিষয়ের ভিত্তিতে দেশের ৭০৮টি সরকারি কলেজকে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—এ, বি, সি ও ডি। সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরির তালিকায় স্থান পেয়েছে পটিয়া সরকারি কলেজ।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৫ শাখা থেকে সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, ‘এ’ ক্যাটাগরিতে মোট ৮১টি কলেজ রয়েছে। এ তালিকায় অন্তর্ভুক্ত হতে হলে প্রতিষ্ঠানে ৮ হাজারের বেশি শিক্ষার্থী এবং অন্তত ১০টির বেশি অনার্স বিষয় থাকতে হয়—যা পটিয়া সরকারি কলেজ পূরণ করেছে।
নতুন শ্রেণিবিন্যাস অনুযায়ী,
‘বি’ ক্যাটাগরি: শিক্ষার্থী সংখ্যা ৪,৫০০–৮,০০০ এবং ৫টির বেশি অনার্স বিষয়সহ ৭৪টি কলেজ।
‘সি’ ক্যাটাগরি: ৪ হাজারের কম শিক্ষার্থী এবং ১–৪টি অনার্স বিষয় নিয়ে ৪৪৬টি কলেজ।
‘ডি’ ক্যাটাগরি: শুধুমাত্র উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়ার সুযোগ থাকা ১০৭টি কলেজ।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই পুনর্বিন্যাস কলেজ পর্যায়ে শিক্ষা ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও মানসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




