আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় দলটির প্রতীক ‘নৌকা’ বাতিল করে শাপলা প্রতীক বরাদ্দের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১৩ জুলাই) সকালে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই দাবি জানান এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।
বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, “শাপলার কোনো বিকল্প নেই। শাপলা প্রতীক পেতে আমাদের আইনগত কোনো বাধা নেই। এটি যদি না দেওয়া হয়, তাহলে আমরা রাজনৈতিকভাবে আন্দোলনে যাব।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন করতে হবে। ইসি গঠনের আইনে পরিবর্তন আনতে হবে এবং সেখানে যাঁরা ভালো কাজের পরিচয় দিয়েছেন, তাঁদের রাখা যেতে পারে।”
উল্লেখ্য, গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রতীকের তালিকা থেকে ‘শাপলা’ বাদ দিয়ে ১১৫টি প্রতীক সংরক্ষণের নীতিগত সিদ্ধান্ত নেয়। ওই দিনই প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় চূড়ান্ত অনুমোদনের জন্য।
এর আগে, গত ২২ জুন নিবন্ধনের আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চেয়েছিল এনসিপি। একই প্রতীক চায় মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্যও, যারা গত ১৭ এপ্রিল এ সংক্রান্ত দাবি জানায়। দুটি দলই এর পর একাধিকবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে প্রতীকটি পাওয়ার লক্ষ্যে।
বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৫১টি, যার মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। বাতিল হওয়া প্রতীকগুলোর মধ্য থেকে স্বতন্ত্র প্রার্থী ও নতুন রাজনৈতিক দলগুলোকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
১৯ জুলাই, ২০২৫
সারাদেশে আওয়ামী লীগের হাতে নিপীড়িত ও বঞ্চিতদের সঙ্গে মৈত্রী গড়ার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গোপালগঞ্জের বহু মানুষ আ. লীগ আমলে নিপীড়িত-বঞ্চিত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান।মাহফুজ আলম বলেন, সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারে সহযোগিতা করুন। কিন্তু, নাগরিক হিসা...
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
সারাদেশে আওয়ামী লীগের হাতে নিপীড়িত ও বঞ্চিতদের সঙ্গে মৈত্রী গড়ার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গোপালগঞ্জের বহু মানুষ আ. লীগ আমলে নিপীড়িত-বঞ্চিত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্...