আনোয়ারায় গাউছিয়া মঈনুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন ইউনুছ চৌধুরী

সিটিজি পোস্ট প্রতিবেদক

আনোয়ারা প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৫ নভেম্বর, ২০২৫

আনোয়ারায় গাউছিয়া মঈনুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন ইউনুছ চৌধুরী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া গাউছিয়া মঈনুল উলুম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মোহাম্মদ ইউনুছ চৌধুরী।

সোমবার (২৪ নভেম্বর) ম্যানেজিং কমিটির ৯ জন সদস্য ভোটারের মধ্যে সাতজন সদস্যের ভোট পেয়ে কমিটির প্রাথমিকভাবে সভাপতি চুড়ান্ত হয়েছেন তিনি।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দাতা সদস্য মোহাম্মদ আলী হোসেন আরিফ, অভিভাবক সদস্য আবদুর রহিম, আবু মুছা, মোহাম্মদ আলী, মোঃ জামাল উদ্দীন, শিক্ষক প্রতিনিধি মোঃ আবু নাছের চৌধুরী, মোহাম্মদ মুহিবুল্লাহ ও শিক্ষক (সংরক্ষিত) প্রতিনিধি জেবিন আকতার।এতে ম্যানেজিং সদস্য সচিব (পদাধিকারবলে) উক্ত মাদ্রাসার প্রধান অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তারের উপস্থিতিতে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রাথমিকভাবে নির্বাচিত সভাপতি মোঃ ইউনুছ চৌধুরী ব্যবসা প্রতিষ্ঠানে ও রাজনীতি ছাড়াও বিভিন্ন শিক্ষামূলক ও মানবিক কার্যক্রমের সাথে জড়িত রয়েছেন। তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ