জুলাই মাসের গণঅভ্যুত্থানে ভয়াবহ ফ্যাসিস্ট সরকার পতনের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ফলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন, গণতন্ত্রবিরোধী চক্র আবারও জোট বাঁধছে এবং নতুন করে চক্রান্ত করছে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে গণতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “যারা জনগণের অগ্রযাত্রা ও শোষণহীন সমাজে বিশ্বাস করে না, তারা আবারও সংগঠিত হচ্ছে। ক্ষমতা ফিরে পাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই আমরা এখনই ব্যবস্থা না নিলে দেশের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।”
তিনি আরও বলেন, “নির্বাচন নিয়ে যত দেরি করা হবে, ততই পরিস্থিতি ঘোলাটে হবে। দেরি না করে দ্রুত সংস্কার, সনদ ও নির্বাচন এগিয়ে নিতে হবে।”
বিএনপি মহাসচিব বলেন, “দেশজুড়ে মবোক্রেসি, গুম, হত্যা, ছিনতাই বেড়ে যাচ্ছে। সচেতন নাগরিক ও রাজনৈতিক কর্মীরা আতঙ্কিত। সামনে আমাদের জন্য একটা বড় সুযোগ এসেছে। সেটা হারালে আবারও বহু বছর পিছিয়ে যাব।”
ফখরুল বলেন, “১৯৭১ আমাদের অস্তিত্বের প্রশ্ন। এখানে কোনো আপস নয়। তেমনিভাবে গণতন্ত্রের প্রশ্নেও আপস হতে পারে না। তবে বাকী বিষয়গুলো আলোচনার মাধ্যমে নির্ধারণ করা সম্ভব।”
সভায় আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শেখ শহিদুল ইসলাম বাবলু, জাতীয় পার্টি (কাজী জাফর) নেতা মোস্তফা জামাল হায়দার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জেএসডি’র তানিয়া রব, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণফোরামের এম মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান, মুক্তিযোদ্ধা সংসদের নঈম জাহাঙ্গীর প্রমুখ।
সভায় জোনায়েদ সাকি বলেন, “মিটফোর্ড হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ এবং গোপালগঞ্জে হামলার ঘটনা থেকে স্পষ্ট ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে গণতান্ত্রিক অগ্রযাত্রা রুখে দিতে অপচেষ্টা করা হচ্ছে।”
তিনি বলেন, “বিচার, সংস্কার ও নির্বাচন—এই তিনটি বিষয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচন ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়, আর জনগণের অংশগ্রহণ ছাড়া নির্বাচনও অর্থহীন হবে।”
১৯ জুলাই, ২০২৫
কক্সবাজারে সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসিরউদ্দীন পাটোয়ারীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কটূক্তিপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (১৯ জুলাই) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ন...
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
কক্সবাজারে সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসিরউদ্দীন পাটোয়ারীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কটূক্তিপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (১৯ জুলাই) রাতে...