আনোয়ারায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী

সিটিজি পোস্ট প্রতিবেদক

আনোয়ারা প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৮ নভেম্বর, ২০২৫

আনোয়ারায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী

৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার কালাবিবি দীঘির মোড় চায়না রোড থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাতরী চৌমুহনী শশী কমিউনিটি সেন্টারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বর্ণাঢ্য র‍্যালীতে আনোয়ারা উপজেলার বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আন্দোলন সংগ্রাম করে জেল-জুলুম শিকার হওয়া বিপুলসংখ্যক তৃণমূল নেতাকর্মীরা অংশ নেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস‍্য মাষ্টার রফিক আহমদ, জাগির আহমদ, দিল মোহাম্মদ মন্জু, এম মনছুর উদ্দিন, বিএনপি নেতা আবদুল মইয়ুম চৌধুরী ছোটন, রফিক ডিলার, কাশেম, মোজাম্মেল হক, যুবদল নেতা জিয়াউল কাদের জিয়া, অ্যাড. নুরুল কবির রানা, অ্যাড. হাসান কায়েস, মোঃ সোয়াইব, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকান, উপজেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন সুমন, জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, রিপন, সায়েম, উপজেলা ছাত্রদল নেতা মোফাচ্ছল হোসেন জুয়েলসহ আরও অনেক।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লব ঘটিয়ে আজকের এই দিনে সিপাহী জনতা এক হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান'কে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন। সেদিন যারা গণতন্ত্র ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় এক হয়েছিল আজকের দিনে আমরা তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করি।

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ