চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জলাশয়ে পড়ে তলিয়ে গিয়ে তাহেরা বেগম (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিচা স্বর্ণের টিলা এলাকা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন কর্মকর্তা জাহেদুর রহমান জানান, বিকেল ৪টার দিকে তারা খবর পান এক নারী জলাশয়ে পড়ে নিখোঁজ হয়েছেন। পরে ঘটনাস্থলে গিয়ে টানা ৪০ মিনিটের অভিযানে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহত তাহেরা বেগম একই এলাকার নবাব শাহ’র মেয়ে এবং ইসলামপুর মাজার গেইট এলাকার মো. সেকান্দরের স্ত্রী। স্বামী মো. সেকান্দর জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং চিকিৎসার জন্য নিজ এলাকায় অবস্থান করছিলেন।
স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের জানান, দুপুর ১টার দিকে ওই নারী হঠাৎ করে জলাশয়ে পড়ে তলিয়ে যান। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সিটিজি পোস্ট/এইচএস
২০ জুলাই, ২০২৫
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরিয়ার আকিব (২৪) নামে এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার ওচমানপুর ইউনিয়নের গিনাজি ভূঞা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহত আকিব চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি একই গ্রামের বাসিন্দা, প্রয়াত আব্দুল আজিজের বড় ছেলে।পরিব...
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৮ জুলাই, ২০২৫
১৮ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরিয়ার আকিব (২৪) নামে এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার ওচমানপুর ইউনিয়নের গিনাজি ভূঞা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহত আকিব চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ক...