সিএমপি ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও গুলিসহ এক অস্ত্রধারী গ্রেফতার
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৩ অক্টোবর, ২০২৫
.png&w=3840&q=75)
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার বন গবেষণা ইনস্টিটিউট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও দুটি কার্তুজসহ মোঃ জাকির হোসেন রাজু (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে ডিবির উত্তর-দক্ষিণ বিভাগের টিম-০২ এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্বে ছিলেন এসআই (নিঃ) ফজলে রাব্বী কায়সার। সার্বিক নির্দেশনা দেন উপ-পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান প্রাং।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টা ১০ মিনিটে ফরেস্ট রেলওয়ে গেট এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। কিছু সময় পর চট্টগ্রাম মেট্রো-থ ১২-৬০০১ নম্বরের একটি যাত্রীবাহী সিএনজি চেকপোস্টে পৌঁছালে সেটিকে থামানো হয়। তল্লাশির সময় পেছনের আসনে বসা এক যাত্রী হঠাৎ করে পালানোর চেষ্টা করে। পরে ডিবির সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন।
ডিবি জানায়, ধৃত ব্যক্তির পরিচয় যাচাই করে জানা যায়, তার নাম মোঃ জাকির হোসেন রাজু (৩২)। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে তার কোমরে একটি অস্ত্র আছে। উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের কোমর থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়াও তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু জানায়, সে ২০২৩ সালের শেষের দিকে জনৈক আসিফ (৩০) নামের এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রটি ক্রয় করে এবং সেই থেকে অস্ত্রটি নিজের কাছে রেখেছে। জব্দকৃত অস্ত্রটি দিয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার পরিকল্পনার কথাও সে স্বীকার করে।
ডিবি’র তদন্তে আরও জানা যায়, গ্রেফতারকৃত রাজু দীর্ঘদিন ধরে বহদ্দারহাট, পুরাতন চান্দগাঁও, শুলকবহরসহ বিভিন্ন এলাকায় অস্ত্র বহন করে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচলাইশ থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সিটিজিপোস্ট/জাউ




