চট্টগ্রামের পটিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ১৫ লাখ টাকা

সিটিজি পোস্ট প্রতিবেদক

পটিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৪ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের পটিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ১৫ লাখ টাকা

চট্টগ্রামের পটিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৩ নভেম্বর) গভীর রাতে পটিয়া পৌরসদরের ৫নং ওয়ার্ডের নয়া পুকুরপাড় এলাকায় আবদুল করিমের বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ভাড়া থাকা একটি পরিবারের ঘরসহ মোট পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এর মধ্যে চারটি ঘর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আবদুল করিম জানান, আগুনে তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি দাবি করেন, প্রতিবেশীর সঙ্গে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই কেউ পরিকল্পিতভাবে আগুন দিতে পারে। বিষয়টি পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে, শিগগিরই লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাজেশ বড়ুয়া সিটিজি পোস্ট-কে বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। একটি ঘরে লোকজন থাকলেও চারটি ছিল পরিত্যক্ত। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তদন্তের পর কারণ জানা যাবে।”

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ