সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করলেও বিএনপি ও এবি পার্টিকে আমন্ত্রণ জানায়নি জামায়াতে ইসলামী। যদিও সমাবেশে ফ্যাসিবাদবিরোধী জোটের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদকে আমন্ত্রণ জানানো হয়েছে।
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচনী ব্যবস্থার পক্ষে থাকা দলগুলোকেই আমরা আমন্ত্রণ জানিয়েছি।”
জানা গেছে, বিএনপি পিআর পদ্ধতির বিরোধিতা করে, তাই দীর্ঘ ২৪ বছরের রাজনৈতিক সঙ্গী দলটিকে আমন্ত্রণ জানায়নি জামায়াত। জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা বলেন, “বিএনপিকে আমন্ত্রণ জানালে উভয় দলই বিব্রত হতো।”
এদিকে, জামায়াত থেকে বেরিয়ে গঠিত এবি পার্টিকেও আমন্ত্রণ জানানো হয়নি। যদিও তারা পিআর ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে। জামায়াত সূত্র জানায়, এবি পার্টির আহ্বায়ক মজিবুর রহমান মঞ্জু জামায়াতের বিরুদ্ধে নিয়মিত সমালোচনা করেন। তার উপস্থিতিতে নেতাকর্মীদের প্রতিক্রিয়ার আশঙ্কায় তাদের আমন্ত্রণ জানানো হয়নি।
প্রসঙ্গত, ১৯৯৯ সাল থেকে জামায়াত ও বিএনপি দীর্ঘদিন জোটবদ্ধভাবে রাজনীতি করলেও ২০২২ সালের ডিসেম্বরে তাদের পথ আলাদা হয়। ২০২৪ সালের নির্বাচনের পর যুগপৎ আন্দোলন থেকেও জামায়াত সরে দাঁড়ায়। তবে জুলাই অভ্যুত্থানে উভয় দল অংশ নিলেও, ৫ আগস্টের পর জামায়াত বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার চেষ্টা করছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
তবে রাজনৈতিক কর্মসূচিতে দুই দলের নেতারা একে অপরের পাশে থাকার নজির এখনও দেখা যাচ্ছে।
১৯ জুলাই, ২০২৫
কক্সবাজারে সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসিরউদ্দীন পাটোয়ারীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কটূক্তিপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (১৯ জুলাই) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ন...
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
কক্সবাজারে সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসিরউদ্দীন পাটোয়ারীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কটূক্তিপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (১৯ জুলাই) রাতে...