নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৪টি নতুন রাজনৈতিক দলের কেউই প্রাথমিক যাচাইয়ে শতভাগ শর্ত পূরণ করতে পারেনি। গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের গঠিত ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)-সহ সব দলই প্রাথমিক বাছাইয়ে পিছিয়ে পড়েছে। তবে কমিশন এসব দলকে ত্রুটি সংশোধনের জন্য ১৫ দিন সময় দিয়েছে।
ইসি সূত্র জানায়, আইন অনুযায়ী নিবন্ধনের জন্য যেসব তথ্য ও প্রমাণাদি আবশ্যক, সেগুলোর ঘাটতির কারণে কোনো দলকেই প্রাথমিকভাবে যোগ্য বিবেচনা করা হয়নি। সিনিয়র সচিব মো. আখতার আহমেদ বলেন, “১৪৪টি দলের আবেদনে যে ঘাটতিগুলো রয়েছে, তা পূরণে সবাইকে ১৫ দিনের সময় দিয়ে চিঠি পাঠানো হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত তথ্য না দিলে দলগুলোর নিবন্ধন আবেদন বাতিল বলে গণ্য হবে।”
গণ-আন্দোলন থেকে উঠে আসা দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (NCP)-এর নেতৃত্বে আছেন ছাত্রনেতা মো. নাহিদ ইসলাম। দলটি ২৫টি উপজেলায় ২০০ জন করে ভোটারের স্বাক্ষর পেশ করতে ব্যর্থ হয়েছে। ইসির চিঠিতে বলা হয়, এনসিপির আবেদনে গুরুত্বপূর্ণ কিছু ঘাটতি রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য দলের সব কার্যকর জেলা, উপজেলা ও থানা অফিসের ঠিকানাসহ তালিকা জমা দেয়নি, ঢাকা ও সিলেট জেলা অফিসের ভাড়া চুক্তিপত্রে দলের নাম নেই, ইটনা ও হালুয়াঘাট অফিসের চুক্তিপত্রেও নাম ও ঠিকানা অনুপস্থিত, আবেদনে দলের তহবিলের পরিমাণ ও উৎস পরিষ্কার নয়, গঠনতন্ত্রে সাংসদ মনোনয়ন পদ্ধতি বা সাংবিধানিক বাধা সংক্রান্ত বাধ্যতামূলক ধারা অনুপস্থিত, প্রার্থীদের মধ্যে রয়েছে একাধিক ভোটার নাম পুনরাবৃত্তি এবং এনআইডি নম্বর অনুপস্থিত।
২৫টি উপজেলায় ২০০ জনের নিচে ভোটার পাওয়া গেছে। উদাহরণস্বরূপ: নলছিটি ১৭৫, কসবা ১৩৬, সাভার ১৩০, মাদারগঞ্জ ১০৮, বাঁশখালী ১৩৬, বনানী ১৯৪ এবং ডিমলা ১৯৪।
ইসি জানিয়েছে, প্রতিটি দলের ত্রুটিসহ আলাদা চিঠি ইস্যু করে সংশোধনের নির্দেশ দেওয়া হচ্ছে। এই চিঠির ভিত্তিতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় দলিলপত্র, ভোটার তালিকা ও সংশ্লিষ্ট নথিপত্র সংশোধন করে জমা দিতে হবে। এরপর সরেজমিন যাচাই-বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
১৩তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন গত ২০ এপ্রিল থেকে আবেদন আহ্বান করেছিল। সময়সীমা বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়। ওই সময়ের মধ্যে ১৪৪টি দল ১৪৭টি আবেদন জমা দেয়।
নিবন্ধনপ্রত্যাশী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকেই প্রথমবারের মতো অংশগ্রহণ করছে। নতুন ধারার রাজনৈতিক শক্তি হিসেবে কিছু ছাত্র-গণআন্দোলনের দলকে বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যার মধ্যে ‘জাতীয় নাগরিক পার্টি’ একটি।
ইসি জানিয়েছে, যথাযথ তথ্যের ঘাটতি থাকলে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হবে সংশ্লিষ্ট দলকে। তবে সময়মতো সঠিক তথ্য দিলে তাদের আবেদন বিবেচনায় নেওয়া হবে।
১৯ জুলাই, ২০২৫
কক্সবাজারে সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসিরউদ্দীন পাটোয়ারীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কটূক্তিপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (১৯ জুলাই) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ন...
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
কক্সবাজারে সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসিরউদ্দীন পাটোয়ারীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কটূক্তিপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (১৯ জুলাই) রাতে...