টেকনাফে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শহিদ উল্লাহ আটক

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৭ অক্টোবর, ২০২৫

টেকনাফে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শহিদ উল্লাহ আটক

টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শহিদ উল্লাহকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। পৌরসভার অলিয়াবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শহিদ উল্লাহকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মাদক মামলায় যাবজ্জীবন সাজা দেয়।

গতকাল রবিবার (২৬ অক্টোবর) বিকেলে পৌরসভার অলিয়াবাদ এলাকার শাপলা চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শহিদ উল্লাহ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। শহীদ উল্লাহর উপজেলার উত্তর নাজিরপাড়া চকবাজার এলাকার আব্দুস শুক্কুরের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আ.ম. ফারুক। তিনি জানান, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার অলিয়াবাদ এলাকার শাপলা চত্বরে অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শহিদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ