বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাসের হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে এ রায় ঘোষণা করেন। হাইকোর্টের রায়ের কিছু অংশ সংশোধন করে পর্যবেক্ষণসহ এ রায় প্রদান করা হয়।
আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বিএনপির পক্ষে আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল, মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া প্রমুখ।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক, আব্দুল জব্বার ভূঁইয়া এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ।
গত একুশে আগস্ট উভয়পক্ষের শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। এর আগে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করে। পরে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল দাখিল করে এবং চলতি বছরের ১ জুন তা মঞ্জুর হয়।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা দায়ের হয়।
২০১৮ সালে ঢাকার বিচারিক আদালতের রায়ে বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এবং আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছিল।
পরবর্তীতে মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। হাইকোর্টে আপিল নিষ্পত্তির পর এবার দেশের সর্বোচ্চ আদালতে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলো।
৬ সেপ্টেম্বর, ২০২৫
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নাম, পদবী কিংবা সেনা সদস্যের ছবি ব্যবহার করে একটি মহল বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট প্রচার করছে।এ বিষয়ে সেনাবাহিনী তাদের ফেসবুক পেইজে জানায়, "সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালা অনুযায়ী সেনাবাহিনীর পরিচয় কিংবা ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে কোনো ধরনের পোস্ট দেওয়ার অনুমতি নেই।তারা...
৬ সেপ্টেম্বর, ২০২৫
৫ সেপ্টেম্বর, ২০২৫
৪ সেপ্টেম্বর, ২০২৫
৪ সেপ্টেম্বর, ২০২৫
৪ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নাম, পদবী কিংবা সেনা সদস্যের ছবি ব্যবহার করে একটি মহল বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট প্রচার করছে।এ বিষয়ে সেনাবাহিনী তাদের ফেসবুক পেইজে জানায়, "সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালা অনু...