২১ নভেম্বর থেকে স্কুলে ভর্তির আবেদন শুরু
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১১ নভেম্বর, ২০২৫

এ বছরেও লটারির মাধ্যমে সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করা হবে। ভর্তির আবেদন শুরু হবে আগামী ২১ নভেম্বর থেকে, চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। ডিজিটাল লটারি আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর।
সোমবার (১০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক বি এম আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া মাউশির একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মাউশির মাধ্যমিক শাখার পরিচালক ও স্কুল ভর্তি কমিটির সদস্য অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, লটারিতে ভর্তি প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দেবে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক। অনলাইনে আবেদন নিয়ে লটারি প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ও লটারির তারিখ পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
উল্লেখ্য, পূর্বে শুধু প্রথম শ্রেণিতে শিক্ষার্থীদের লটারির মাধ্যমে ভর্তি করানো হতো।২০২১ সাল করোনার প্রকোপ বাড়লে প্রথমবারের মত প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রমও ডিজিটাল লটারির আওতায় আনা হয়। এ প্রক্রিয়া আর পরিবর্ত হয়নি।
গেল শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি স্কুল সব মিলিয়ে ৫ হাজার ৬২৫টি স্কুলে ভর্তি হয় প্রায় ১১ লাখ ১৭ হাজার শিক্ষার্থী এর মধ্যে সরকারি স্কুলে আসন সংখ্যা তুলনামূলক কম হওয়ায় এবারও সরকারি প্রতিষ্ঠানে ভর্তির প্রতিযোগিতা বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। ২০২৫ শিক্ষাবর্ষে দেশের ৬৮০টি সরকারি স্কুলে আসন ছিল প্রায় ১ লাখ ৯ হাজার, আর ৪ হাজার ৯৪৫টি বেসরকারি স্কুলে আসন ছিল ১০ লাখ ৮ হাজারের মতো।
নতুন শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায়ও আনা হয়নি তেমন পরিবর্তন। এবারে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। মফস্বল এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা ও পৌর এলাকার প্রতিষ্ঠানে সর্বোচ্চ ১ হাজার টাকা, আর মহানগর এলাকায় (ঢাকা বাদে) সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত নেওয়া যাবে। ঢাকা মহানগরের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ভর্তি ফি নিতে পারবে, আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ৮ হাজার টাকা পর্যন্ত নিতে পারবে। ইংরেজি ভার্সনের ক্ষেত্রে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ হাজার টাকা।
এছাড়াও উন্নয়ন ফি তিন হাজার টাকার অধিক নেওয়া যাবে না এবং একই প্রতিষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুনঃভর্তি ফি গ্রহণ করা যাবে না, শুধু বার্ষিক সেশন চার্জ নেওয়া যাবে।
সিটিজিপোস্ট/জাউ




