পটিয়ায় যুবলীগ নেতা কুতুব উদ্দিনসহ গ্রেফতার ৪
পটিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৭ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে ভাটিখাইন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কুতুব উদ্দিন (৩৫) সহ চারজনকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।
গ্রেফতার কুতুব উদ্দিন ভাটিখাইন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোজাহের আহমেদের পুত্র।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার অন্যরা হলেন জিআর পরোয়ানাভুক্ত আসামি কেলিশহর ইউনিয়নের মৃত কালু মিয়ার পুত্র মোঃ আমির হোসেন। ভাটিখাইন ইউনিয়নের মৃত গগন নাথের পুত্র লক্ষীন্দর নাথ। গ্রেপ্তার অন্যজন জিরি ইউনিয়নের মোঃ আবদুল মালেকের পুত্র সিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ মফিজ উদ্দিন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, “পটিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
সিটিজিপোস্ট/জাউ




