সদস্য পদ ফিরিয়ে পেলেন দুই বিএনপি ও যুবদল নেতা
আনোয়ারা প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২০ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান ও দক্ষিণ জেলা যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবদুল করিমের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে, তার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইতঃপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান ও মোঃ আবদুল করিমকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল।’
বিজ্ঞাপ্তিতে আরো বলা হয়, আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ বহিষ্কার আদেশ প্রত্যাহার করে, তার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করেন দল।
বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান ও মোঃ আবদুল করিম নিজেরাই।
ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান বলেন, দল থেকে আনুষ্ঠানিক চিঠিতে আমার বহিষ্কারাদেশ তুলে দেওয়া হয়েছে। দলের প্রতি আমি কৃতজ্ঞ। ছাত্র জীবন থেকে এ পর্যন্ত জাতীয়তাবাদী দল বিএনপির জন্য আন্দোলন সংগ্রাম করে জেল-জুলুমে শিকার হয়েছি। দল আমাকে অনেক সম্মান দিয়েছে। কিন্তু ৫ আগষ্টের পরে দলের কিছু সুবিধাবাদী লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে হাইকমান্ডকে ভুল বুঝিয়ে বহিষ্কার করান। দলের জন্য সবসময় কাজ করে যাব, ইনশাল্লাহ।




