৫৭ বছরের অপেক্ষার পর উত্তর চট্টগ্রামের গৌরব নাজিরহাট কলেজ এখন সরকারি
ফটিকছড়ি প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৮ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান নাজিরহাট কলেজ অবশেষে সরকারীকরণের আওতায় এসেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কলেজকে সরকারীকরণের প্রস্তুতি হিসেবে দৈনন্দিন ব্যয় ব্যতীত নিয়োগ, পদোন্নতি, স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তর এবং ব্যাংক সংরক্ষিত অর্থ ব্যয়ের ওপর আগামী ২১ অক্টোবর ২০২৫ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান প্রধানকে সরকারীকরণের প্রক্রিয়া অনুযায়ী পরিদর্শনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় ও মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে কলেজটির সরকারীকরণের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
১৯৬৮ সালে প্রতিষ্ঠিত নাজিরহাট কলেজ উত্তর চট্টগ্রামের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এখানে বর্তমানে উচ্চমাধ্যমিক, স্নাতক ও অনার্স পর্যায়ে কয়েক হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। দীর্ঘদিন ধরে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা কলেজটির সরকারীকরণের দাবি জানিয়ে আসছিলেন।
কলেজ সরকারীকরণের খবরে এলাকায় আনন্দের পরিবেশ বিরাজ করছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা জানিয়েছেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে উচ্চশিক্ষার সুযোগ আরও প্রসারিত হবে এবং এলাকার শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।




