রোদ ঝলমলে আকাশ, রোদের তাপে যেন দাউদাউ করে ঝলছে শহর। বৃষ্টি কমে যাওয়ায় ভ্যাপসা গরম বেড়ে কষ্ট পাচ্ছে মানুষ। রাস্তাঘাট, অফিস, স্কুল-কলেজের সাধারণ মানুষের একটাই কথা আকাশ থেকে যেন রোদ নয় আগুন ঝড়ছে।
বৃষ্টি কমে গিয়ে ফের শনিবার (১৬ সেপ্টেম্বর) ঢাকাসহ দেশের ১১ জেলায় মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। তবে রোববার থেকে বৃষ্টির প্রবণতা ক্রমেই বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাই তাপপ্রবাহ দুদিনের মধ্যে দূর হতে পারে বলেও মনে করছেন তারা।
রাস্তায় সময় কাটে চা বিক্রেতা জামালউদ্দিনের সারাদিনের এই গরম নিয়ে তিনি বলেন,
‘রাস্তায় হাঁটতে গেলে মনে হয় পায়ে গরম পানি ঢালতেসি, আর রোদ গায়ে লাগলে মনে হয় শরীরে আগুন ধরসে। আশ্বিন মাসে এতো জীবনে দেখিনাই।’
অনেকটা একই রকম বক্তব্য দিলেন দিনমজুর কাশেম, ‘এই গরমে কাজ পাইলেও করা যায় না, মাথা ঘুরে।’
আজ রোববার আশ্বিনের ২ তারিখ। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ ছাড়া সারাদেশ ছিল প্রায় বৃষ্টিহীন। চট্টগ্রাম বিভাগের বাইরে শুধু ভোলায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল সৈয়দপুরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আবহওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।