গরু চোর সন্দেহে গণপিটুনিতে ০৩ জনের মৃত্যু

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২ নভেম্বর, ২০২৫

গরু চোর সন্দেহে গণপিটুনিতে ০৩ জনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১ অক্টোবর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে কয়েকজন চোর একটি বাড়ি থেকে গরু চুরি করার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চোরদের একজনকে ধরে ফেলে এবং চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। তারা চোর সন্দেহে আটক ব্যক্তিদের উপর মারধর শুরু করে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানেও তার মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্তে রয়েছে পুলিশ।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
জাতীয়