পটিয়ায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ছাত্রদল নেতা ফয়সাল ও সহযোগীর ২ দিনের রিমান্ড

সিটিজি পোস্ট প্রতিবেদক

পটিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৭ অক্টোবর, ২০২৫

পটিয়ায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ছাত্রদল নেতা ফয়সাল ও সহযোগীর ২ দিনের রিমান্ড

চট্টগ্রামের পটিয়ায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার হওয়া কোতোয়ালী থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম ফয়সাল (২৫) ও তার সহযোগী মো. সালাউদ্দিনের (৩৬) দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৬ অক্টোবর) রিমান্ড শুনানি শেষে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তাররাহুম আহমেদ এ আদেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পটিয়া পৌরসভার রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিনসহ সাইদুল ইসলাম ফয়সাল ও মো. সালাউদ্দিনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতার ফয়সাল নগরীর কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার আবু সৈয়দের ছেলে, আর সালাউদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মৃত ওজিউল্লার ছেলে।

ঘটনার পরদিন তাদের বিরুদ্ধে পটিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। তদন্তের অংশ হিসেবে অবৈধ অস্ত্রের উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের লক্ষ্যে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম বলেন, “আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।”

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ