আনোয়ারায় সেরা করদাতাকে সম্মাননা ও শিক্ষার্থীদের স্কুল ব্যাগ উপহার দিলেন ইউএনও
আনোয়ারা প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৬ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের আনোয়ারায় সেরা করদাতাদের সম্মাননা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছেন উপজেলা পরিষদের প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
বুধবার (২৬ নভেম্বর) উপজেলার চাতরী ও বৈরাগ ইউনিয়ন পরিষদের নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মোঃ আবু তাহেরসহ নয় জন করদাতাদের হাতে হোল্ডিং কর শ্রেষ্ঠ করদাতা সম্মাননা তুলে দেন তিনি। পরে চাতরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।
করদাতাদের সম্মান প্রদর্শন ও শিক্ষার্থীদের উৎসাহ দেওয়াকে উপজেলা প্রশাসনের চলমান উন্নয়ন উদ্যোগের অংশ হিসেবে উল্লেখ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। তিনি বলেন, করদাতারা দেশের উন্নয়নের চালিকাশক্তি। তাঁদের সম্মান জানালে কর প্রদানের প্রতি আগ্রহ বাড়ে। আর শিক্ষার্থীদের সহায়তা ভবিষ্যৎ প্রজন্মকে আরও আলো ঝলমলে পথে এগিয়ে দেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হিন্দোল বারী, সহকারী শিক্ষা অফিসার মো. সানাউল্লাহ কাউসার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক–শিক্ষিকা, অভিভাবক ও করদাতারা এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। কর্মকর্তারা আশা প্রকাশ করেন, কর সংস্কৃতি বিকাশ ও স্থানীয় শিক্ষার মানোন্নয়নে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




