পটিয়া আসনে বিএনপির প্রার্থী এনাম: ত্যাগীদের মূল্যায়নে তৃণমূলে সন্তোষ
পটিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৭ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এনামুল হক এনাম-এর নাম ঘোষণার পর তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সন্তোষের সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন দলের সঙ্গে সম্পৃক্ত ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় এই নেতাকে প্রার্থী করায় অনেকেই মনে করছেন বিএনপি এবার সত্যিকার অর্থেই ত্যাগী নেতাদের মূল্যায়ন করেছে।
পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদুল আলম বলেন, “এনামুল হক এনাম দলের কঠিন সময়ে কর্মীদের পাশে ছিলেন। তাঁর মনোনয়ন তৃণমূলের প্রত্যাশা পূরণ করেছে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে পটিয়ায় ধানের শীষের ভূমিধস বিজয় হবে।”
মনোনয়নের পর প্রতিক্রিয়ায় বিএনপি প্রার্থী এনামুল হক এনাম বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি সঠিকভাবে পালন করতে চাই। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনই আমার মূল লক্ষ্য। পটিয়ার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় আমি সব সময় পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। বিএনপি জনগণের দল— তাই জনগণই আমাদের শক্তি।”
স্থানীয় নেতারা জানান, এনামুল হক এনামের প্রার্থিতা ঘোষণার পর থেকেই বিএনপির তৃণমূল সংগঠনে নতুন প্রাণ ফিরে এসেছে। বহুদিন নিস্ক্রিয় নেতাকর্মীরাও আবার সক্রিয় হচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনামের মতো ত্যাগী নেতাকে প্রার্থী করা বিএনপির জন্য ইতিবাচক বার্তা বয়ে এনেছে। এতে পটিয়ায় ভোটের মাঠে বিএনপির ভূমিধস বিজয়ের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
সিটিজিপোস্ট/জাউ




