পরিপত্র জারি করে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১ নভেম্বর, ২০২৫

পরিপত্র জারি করে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত একান্ত প্রয়োজন না হলে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি এই বিষয়ে একটি পরিপত্র জারি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

পরিপত্রে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের আগের পরিপত্র এবং অর্থ বিভাগের গত ৮ জুলাইয়ের চিঠিতে বিদেশ ভ্রমণ সীমিতকরণ সংক্রান্ত যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা অনেক ক্ষেত্রে যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না।

সরকার লক্ষ্য করেছে— অনেক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব একই সময়ে বিদেশ সফরে যাচ্ছেন, এমনকি একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা একসঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন। এ ধরনের প্রস্তাব নিয়মিতভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হচ্ছে, যা পূর্বের নির্দেশনার পরিপন্থী।

তাই নতুন পরিপত্রে বলা হয়েছে, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া কোনো কর্মকর্তা বিদেশ ভ্রমণ করবেন না। এর আগে জারি করা সব বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা কঠোরভাবে মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে।

এই পরিপত্রের কপি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং সব উপদেষ্টার একান্ত সচিবের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণে পাঁচটি নির্দেশনা জারি করেছিল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। সেগুলো হলো—

  • কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে বিদেশি সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন না; সচিব বা দপ্তর প্রধানের মাধ্যমে যোগাযোগ করতে হবে।

  • ব্যক্তিগত উদ্যোগে বিদেশি সংস্থার আমন্ত্রণপত্র সংগ্রহ করা যাবে না।

  • বিদেশ যাত্রার আগে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়কে জানাতে হবে।

  • আমন্ত্রণ বিষয়ক যোগাযোগের আগে সংশ্লিষ্ট সচিব বা দপ্তর প্রধানের অনুমতি নিতে হবে।

  • বিদেশি সংস্থা থেকে প্রাপ্ত ব্যক্তিগত আমন্ত্রণের ইভেন্ট জনস্বার্থ বা পেশাগত প্রয়োজনে প্রাসঙ্গিক কি না, তা যাচাই করে অনুমতি দিতে হবে।

এই নির্দেশনার মাধ্যমে নির্বাচন পূর্ব সময়ে প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখা ও অপ্রয়োজনীয় বিদেশ সফর নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছে সরকার।

ক্যাটাগরি:
জাতীয়