আনোয়ারায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল
আনোয়ারা প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৮ নভেম্বর, ২০২৫

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে আনোয়ারা উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠন।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনীস্থ বিএনপির কার্যালয়ে এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।
তিনি বলেন, দীর্ঘ স্বৈরাচারী শাসনামলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের উপর অমানবিক জুলুম, নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে। মিথ্যা ও সাজানো মামলায় বছরের পর বছর নেত্রীকে কারাগারে আটকে রেখে তাকে মানসিক ও শারীরিকভাবে ভেঙে ফেলার নিষ্ঠুর চেষ্টা করা হয়েছে। তারপরও দেশের মানুষকে কখনও ছেড়ে যাননি, জনগণের প্রতি তাঁর বিশ্বাস এবং দেশপ্রেম অটল রয়েছে। তিনি মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাষ্টার রফিক, সরওয়ার হোসেন মাসুদ, জাগির আহমদ, দিল মোহাম্মদ মন্জু, এম মনছুর উদ্দিন, উপজেলা বিএনপি সদস্য মোঃ কাশেম, রফিক ডিলার, আবদুল মঈন চৌঃ ছোটন, ইউচুপ মাষ্টার, এস এম মোজাম্মেল হক, মোস্তাক আহমেদ, মোঃ লিয়াকত, আবদুল হক মেম্বার, লুৎফুর আনম টিটু, মামুন খান, উপজেলা যুবদল নেতা জিয়াউল কাদের জিয়া, আমিন, সোহেল, মোঃ সোয়াইব, মোঃ হোসেন, আরিফ, এড.কায়েস, স্বেচ্ছাসেবক দলের সিঃ যুগ্ম আহবায়ক আতিকুর রহমান, আবু তৈয়ব মাহির, মোঃ হাসান, সদস্য দস্তগীর, জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, সায়েম ইসলাম, উপজেলা ছাত্রদল মোফাচ্ছল হোসেন জুয়েল, হান্নান, আনোয়ারা কলেজ ছাত্রদলের সি: যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাহিম, আরফাত, ফাহিম, বটতলী কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মিনহাজসহ প্রমুখ।
সিটিজিপোস্ট/এমএইচডি




