পটিয়ায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার
পটিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৬ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের পটিয়ায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন পৌরসভা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন (৪৯) এবং জঙ্গলখাইন ইউনিয়ন যুবলীগ নেতা মহিউদ্দীন সুজন জ্যাকু (৩১)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোররাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে পৌরসদরের ১নং ওয়ার্ডের আল্লাই কাগজী পাড়া এলাকা থেকে আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীনকে এবং বৃহস্পতিবার ভোরে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল চৌধুরী বাড়ি এলাকা থেকে যুবলীগ নেতা মহিউদ্দীন সুজনকে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে যুবলীগ নেতা সুজনের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়া এবং স্থানীয় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”
সিটিজিপোস্ট/জাউ




