বান্দরবানের থানচিতে প্রাইভেটকার–মোটরসাইকেল সংঘর্ষে আহত ২

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১ ডিসেম্বর, ২০২৫

বান্দরবানের থানচিতে প্রাইভেটকার–মোটরসাইকেল সংঘর্ষে আহত ২

বান্দরবানের থানচি উপজেলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।

আহতরা হলেন মোটরসাইকেল চালক পাদুই ম্রো (১৯) ও মোটরসাইকেল আরোহী সাগরুন ম্রো (২০)। তাঁরা তিন্দু ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবোয়া ম্রো পাড়ার বাসিন্দা।

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আলীকদম সড়কের রুমবেত পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে থানচি উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, আহত দুইজনই বর্তমানে আশঙ্কামুক্ত। একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং অন্যজন চিকিৎসাধীন রয়েছেন।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ