রাউজানে দীর্ঘ ১৭ বছর পর যথাযোগ্য মর্যাদা ও আয়োজনে পালিত হয়েছে বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক, তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের স্পীকার ও অস্থায়ী রাষ্ট্রপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এ.কে.এম. ফজলুল কাদের চৌধুরীর ৫২তম শাহাদাত বার্ষিকী।
শুক্রবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তার পিতা এ.কে.এম. ফজলুল কাদের চৌধুরীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জেয়ারত করার মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।
দিনব্যাপী এই কর্মসূচিতে ছিল কবর জেয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, খতমে কোরআন এবং আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল হুদা ও ফিরোজ আহমেদ, বিএনপি নেতা হাবিবুল্লাহ মাষ্টার, পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, প্রবাসী বিএনপি নেতা এস. এম. আলাউদ্দিন, উপজেলা বিএনপি নেতা মোসলেহ উদ্দিন, বিএনপি নেতা হাফেজ মুহাম্মদ হাসেম, কাজী আবুল বশর, আবু বক্কর চৌধুরী, এস. এম শফি, এস. এম কামাল উদ্দিন, জসীম উদ্দিন, উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ তৌহিদুল আলম, খোরশেদুল আলম জিকু, লিটন মহাজন লিটু, সেলিম উদ্দিন, সেকান্দর মিয়া হিরু, শাহজাহান সাহিল, মাওলানা আব্দুস ছবুর, মাওলানা দিদারুল আলম ওয়াহিদী, আল মারুফ চৌধুরী, মো. হাছান, ছাত্রদল নেতা তাসলিম উদ্দিন মুন্না ও ছোটন আজম।
এছাড়াও জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তারা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড ছাড়াও চট্টগ্রাম মহানগরী ও উত্তর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনসহ নানা স্তরের নেতাকর্মীরা সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জেয়ারতের মাধ্যমে শ্রদ্ধা জানান।
নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণ ও মূল্যায়নমূলক বক্তব্যের মধ্য দিয়ে এ.কে.এম. ফজলুল কাদের চৌধুরীর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। দীর্ঘ ১৭ বছর পর আয়োজিত এ কর্মসূচি রাউজান তথা দেশবাসীর জন্য এক অনুপ্রেরণামূলক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
সিটিজিপোস্ট/এমএইচডি
২০ জুলাই, ২০২৫
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরিয়ার আকিব (২৪) নামে এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার ওচমানপুর ইউনিয়নের গিনাজি ভূঞা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহত আকিব চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি একই গ্রামের বাসিন্দা, প্রয়াত আব্দুল আজিজের বড় ছেলে।পরিব...
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৮ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরিয়ার আকিব (২৪) নামে এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার ওচমানপুর ইউনিয়নের গিনাজি ভূঞা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহত আকিব চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ক...