দেশের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বছরের অন্যতম শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় ‘ধারা’, যা আগামী ১ আগস্ট পর্যন্ত সক্রিয় থাকতে পারে। চট্টগ্রাম অঞ্চল দিয়ে এটি দেশে প্রবেশ করেছে ২৪ জুলাই সকাল ৯টার দিকে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এক বিশেষ বার্তায় জানিয়েছে, এটি ২০২৫ সালের পঞ্চম মৌসুমি বৃষ্টি বলয় এবং নবম বৃষ্টি বলয় হিসেবে চিহ্নিত হয়েছে। বৃষ্টি বলয়টি সম্পূর্ণ মৌসুমি প্রকৃতির এবং একটানা, দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
‘ধারা’ নামের এই বলয়টি দেশের প্রায় ১০০ শতাংশ এলাকায় সক্রিয় থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম পূর্বাভাস অনুযায়ী, বলয়টির প্রাথমিক সক্রিয়তা থাকবে ২৪–২৫ জুলাই, সাময়িক বিরতি দিয়ে পুনরায় ২৭ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত অধিকতর সক্রিয় হবে।
চট্টগ্রাম: ৩৫৫–৫৫০
খুলনা: ৩২০–৩৫০
বরিশাল: ২৫০–৩৫০
সিলেট: ২৭০–৩০০
ঢাকা: ২১৫–২৫০
ময়মনসিংহ: ২১৩–২৪০
রাজশাহী: ১৭৫–২০০
রংপুর: ১৪৫–১৭০
চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পাহাড়ধসের ঝুঁকি রয়েছে। পাশাপাশি, দক্ষিণাঞ্চলের কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি জলাবদ্ধতা এবং আংশিক বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।
বৃষ্টিপাতের সময় বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে বিশেষ করে শুরুর দিকে, তবে বড় ধরনের ঝড় বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই।
উত্তর বঙ্গোপসাগর এই সময়ের মধ্যে মাঝে মাঝে উত্তাল থাকতে পারে। ফলে উপকূলীয় অঞ্চল ও জেলেদের জন্য দ্রুত বন্দর সংকেত জারির প্রয়োজন হতে পারে। পাহাড়ি এলাকায় বসবাসকারীদের জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
সিটিজিপোস্ট/আরকে