লোহাগাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত

সিটিজি পোস্ট প্রতিবেদক

লোহাগাড়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৬ নভেম্বর, ২০২৫

লোহাগাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত

চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্য নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ঘোষিত সপ্তাহ (২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উৎপাদন (এলডিডিপি) প্রকল্প এবং স্থানীয় খামারি ও উদ্যোক্তারা।

সকালে বর্ণিল র‍্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। লোহাগাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশীয় জাত সংরক্ষণ ও উন্নয়ন, আধুনিক প্রযুক্তি ব্যবহার, রোগ প্রতিরোধব্যবস্থা উন্নত করা এবং খামারিদের সচেতনতা বাড়ানো সরকারের লক্ষ্য। দুধ, ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধি, প্রাণিজাত পণ্যের বাজার সৃষ্টি এবং প্রান্তিক খামারি ও উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে দেশে প্রাণিজ আমিষে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন এবং সহকারী কমিশনার (ভূমি) লোহাগাড়া, চট্টগ্রাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. খোরশেদ আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের এলইও ডা. ইয়িং নুফ্র মার্মা।

প্রদর্শনীতে মোট ৩০টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে উচ্চ উৎপাদনশীল দুধাল গাভী, উন্নত জাতের ষাঁড় ও বাছুর, পোষাপ্রাণী, পশুখাদ্য, বিভিন্ন প্রাণিসম্পদ প্রযুক্তি, ফুড কর্নার, বাণিজ্যিক জাত, উচ্চফলনশীল জাত, প্রসেসিং ইউনিট এবং খামার যান্ত্রিকীকরণসহ নানা উদ্ভাবন তুলে ধরা হয়। দিনব্যাপী আয়োজনে সরকারি কর্মকর্তা-কর্মচারী, ডেইরি ও পোল্ট্রি খামারি, উদ্যোক্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সারাদিনে সহস্রাধিক দর্শনার্থীর মধ্যে সিদ্ধ ডিম ও দুধ বিতরণ করা হয়।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রদর্শনীতে অংশ নেওয়া স্টলগুলোর বিজয়ীদের সনদপত্র ও পুরস্কার প্রদান করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ জানান, ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রদর্শনীর মধ্য দিয়েই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের কর্মযজ্ঞ শুরু হলো। সাত দিনের এই কর্মসূচিতে রয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী, গবাদিপশুর বিনামূল্যে ভ্যাক্সিনেশন, খামারি প্রশিক্ষণ, ফ্রি ভেটেরিনারি ক্যাম্প, স্কুল মিল্ক ও এগ ফিডিং, কৃমিনাশক ও কৃত্রিম প্রজনন সেবা, উঠান বৈঠক ও মতবিনিময় সভা আয়োজনসহ আরও নানা কার্যক্রম।

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ