চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই প্রকাশ করা হতে পারে। এই তারিখেই ফল প্রকাশের প্রস্তাব পাঠিয়েছে আন্তশিক্ষা বোর্ড সাব-কমিটি—বিষয়টি আজ (সোমবার) নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের এক দায়িত্বশীল কর্মকর্তা।
উল্লেখ্য, ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। প্রায় এক মাসব্যাপী এই পরীক্ষায় অংশ নেয় দেশের বিভিন্ন বোর্ডের অধীনে শিক্ষার্থীরা।
প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সময় দিলে সেদিনই সকাল ১০টায় শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে ফলাফল হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এলেই অফিসিয়ালি তারিখ ঘোষণা করা হবে। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, এসএমএস এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।