ঢাকাবুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মঙ্গল কামনায় চট্টগ্রামে শোভাযাত্রা।

Staff reporter | Ctgpost
এপ্রিল ১৪, ২০২২ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শান্তি ও মঙ্গল কামনায় আজ বৃহস্পতিবার বাংলা নববর্ষে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা। সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম নগরের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রা বের হয়।

বৈশ্বিক মহামারি করোনার কারণে গত দুই বছর বাঙালি নববর্ষকে সাড়ম্বর বরণ করতে পারেনি। চট্টগ্রামেও বন্ধ ছিল অনুষ্ঠান। দুঃসময় কাটিয়ে আবার উৎসবে মেতেছে নগরবাসী। এর অংশ হিসেবে বের হয়েছে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রায় নানা রঙের ভাস্কর্য ও মুখোশ স্থান পেয়েছে। বড় আকারের একটি পাখি ও ঘোড়া তৈরি করা হয়েছে শোভাযাত্রা উপলক্ষে। ঢোলের তালে তালে নেচে–গেয়ে নারী–পুরুষ মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছেন।

শোভাযাত্রার আয়োজক চারুকলা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী সজীব দে বলেন, এবার তাঁদের শোভাযাত্রার মূল ভাবনা হচ্ছে, ‘শিল্প প্রয়োজন বিবেকের জন্য, শিল্প প্রয়োজন জীবনের জন্য’। নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক। বয়ে আনুক শান্তি। করোনামুক্ত পৃথিবীর প্রত্যাশা করি। পাশাপাশি অসাম্প্রদায়িক একটা সমাজ বিনির্মাণের প্রত্যাশা থাকবে। শোভাযাত্রাটি চারুকলা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় চারুকলায় শেষ হয়।