ঢাকাবৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সম্পন্ন হলো নাহার ট্রেডিং আয়োজিত ‘মায়া – critics eve’

স্টাফ রিপোর্টার | সিটিজি পোস্ট
মার্চ ২৪, ২০২২ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সম্পন্ন হলো নাহার ট্রেডিং আয়োজিত ‘মায়া – critics eve’ বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রেস ক্লাবস্থ বঙ্গবন্ধু অডিটোরিয়ামে সম্পন্ন হলো মায়া উপন্যাসের সমালোচনা সভা।

নানান আয়োজনে মুখরিত এই অনুষ্ঠানের শুরু হয় সাঈদ রিজভীর ‘স্ট্যান্ড আপ কমেডি’র মাধ্যমে। হাস্যরসাত্মক পরিবেশনায় মঞ্চ মুখরিত করে রেখেছিলেন তিনি।

এই অনুষ্ঠান শেষেই শুরু হয় উপন্যাসের সমালোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – প্রধান অতিথি অধ্যাপক ড. মোহীত উল আলম (কথাসাহিত্যিক, শেক্সপিয়ার স্কলার)

সাবেক উপাচার্য -জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

অধ্যাপক ড. আজাদ বুলবুল (কথাসাহিত্যিক ও গবেষক)

উপ-পরিচালক – মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর 

অধ্যাপক মুজিব রাহমান (কবি ও অনুবাদক)

সভাপতি, ইংরেজি বিভাগ

চট্টগ্রাম কলেজ

শামসুদ্দিন শিশির (লেখক ও শিক্ষক প্রশিক্ষক)

পিএইচডি ফেলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

অনুষ্ঠান সভাপতিত্ব করেন –

মায়া উপন্যাসের প্রকাশক ও লেখক

আলী প্রয়াস।

আলোচকগণ নানামুখী সমালোচনা ও অনুপ্রেরণা যোগায় অনুষ্ঠানজুড়ে।

প্রধান অতিথি মোহীত উল আলম বলেন – “সাহিত্য কে টিকিয়ে রাখতে নতুনদের উঠে আসতে হবে, কিন্তু জনপ্রিয়তার চিন্তা করে সস্তা পথ অবলম্বন করলে চলবে না।”

ড. আজাদ বুলবুল বলেন – “আইমানের লেখায় আশি পৃষ্ঠার সীমাবদ্ধতা থেকে বের হয়ে আসার অভ্যাস গড়তে হবে। উপন্যাসে প্রতিটা পর্বের বর্ণনা থাকতে হবে। এটা পার করে যেতে পারলেই সে ছাপিয়ে যাবে পরবর্তীতে।”

অধ্যাপক মুজিব রাহমান বলেন – “লেখালেখি একটা গভীর সাধনা। এই সাধনার গভীরে যেতে হবে লেখকের। আরো জ্ঞান অর্জন করতে হবে। সস্তা পরিচিতির চর্চায় হারিয়ে যাওয়া চলবে না।

 

বাকিদের বিস্তর আলোচনা ও লেখকের বক্তব্যের পর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদ ‘তৃতীয় চোখ’ এর সেরা উপন্যাস এর সংবর্ধনা স্মারক তুলে দেন প্রধান অতিথি।

উপন্যাসের আলোচনা শেষে রিলদরিয়া পরিচালিত “ভ্রম” চলচ্চিত্রের পোস্টার রিলিজ দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন, আদিত্য বশাক, আইমান সিদ্দিক, আবরার উদ্দিন, তাওসিফ মোহাম্মদ, ওমর ফারুক রিয়াদ প্রমুখ।

এই অনুষ্ঠানের পর বন্দর নগরীর বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান দ্যা ডেকোর কর্তৃক ফ্লাই – দ্যা ডেকোর এর যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়।

সবশেষে জয়ধ্বনি – চুয়েট, তাওসিফ – প্রত্যয়, সাইফ – প্রত্যয় এবং ইয়াকিন খানের গানের পরিবেশনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।