ঢাকাবৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২১ শে ফেব্রুয়ারি প্রকাশিত হতে যাচ্ছে তরুণ লেখক আইমান সিদ্দিকের চতুর্থ উপন্যাস “মায়া”

স্টাফ রিপোর্টার | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ২০, ২০২২ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

২১শে ফেব্রুয়ারী প্রকাশিত হচ্ছে “মায়া”      

একুশে ফেব্রুয়ারি – মহান ভাষা দিবস ২০২২ এ প্রকাশিত হতে যাচ্ছে, লেখক আইমান সিদ্দিকের চতুর্থ উপন্যাস “মায়া”।

তরুণ লেখক আইমান সিদ্দিক’এর প্রথম উপন্যাস প্রকাশিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৮ এবং ২০২০ সালে প্রকাশিত হয় পরবর্তী উপন্যাসগুলো। ২০২০ সালে প্রকাশিত ‘ কালপ্রিট ‘ উপন্যাস বইমেলায় প্রচুর সাড়া জাগায় এবং সাহিত্য বিচিত্রা’র শ্রেষ্ঠ উপন্যাসের স্বীকৃতি লাভ করে।

প্রায় নিয়মিত গল্প-উপন্যাসের চর্চা করলেও ‘মায়া’ লেখকের লেখা প্রথম প্রেমের উপন্যাস। উপন্যাসজুড়ে লেখক চরম সাহসিকতার সাথে ‘এডাল্ট’ রহস্য উন্মোচনের চেষ্টা করে গিয়েছেন।

‘মায়া’র উন্মোচন নিয়ে লেখক বেশ আশাবাদী। তিনি বলেন, ” ভাষার মাসে বাংলা ভাষায় সাহিত্যচর্চা করতে পারছি, সাহিত্যে অন্তত নূন্যতম অবদান রাখতে পারছি – এই প্রাপ্তি আমার জন্য বিশাল। আশা রাখছি, প্রতিবারের মতো এবারেও আমার উপন্যাস পাঠকবৃন্দ ভালোবাসবে।”

লেখালেখির পাশাপাশি আইমান সিদ্দিক একজন উদ্দোক্তা, ছবিয়াল এবং সমাজকর্মী। তিনি সবসময় লেখার মাধ্যমে সামাজিক বার্তা পোঁছে দেবার চেষ্টা করেন।

মোড়ক উন্মোচন – ২১শে ফেব্রুয়ারী

সময় – সন্ধ্যা ৬টা

স্থান – চট্টগ্রাম বইমেলা, সিজেকেএস  প্রাঙ্গণ।