জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হওয়া একমাত্র রোহিঙ্গা তরুণ নূর মোস্তফা রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে তাঁর শহীদী মর্যাদা নিয়ে আইনি জটিলতা থাকলেও এবার সেই বাধা কাটিয়ে স্বীকৃতির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
আজ বুধবার (২ জুলাই) বিকেলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানান। তিনি লেখেন, গত ২২ জুন উপদেষ্টা পরিষদের সভায় তিনি নূর মোস্তফার স্বীকৃতির জন্য আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করেন। বর্তমানে গণঅভ্যুত্থান অধিদপ্তর এ বিষয়ে কাজ করছে এবং শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করা হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে পুলিশি গুলিতে আহত হন নূর মোস্তফা। পরদিন দুপুরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নূরের বাবা শফিউল আলম ও মা নূর বেগম ১৯৯২ সালে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেন এবং ঈদগাঁও এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
নূর মোস্তফার জন্ম ও শিক্ষাজীবন বাংলাদেশেই হলেও তাঁর বাবা–মায়ের জাতীয় পরিচয়পত্র না থাকায় তাঁকে রাষ্ট্রীয়ভাবে ‘জুলাই শহীদ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়নি। ফলে তাঁর পরিবার এতদিন কোনো স্বীকৃতি বা সহায়তা পায়নি।
সরকারের সর্বশেষ পদক্ষেপে নূর মোস্তফার পরিবার আশার আলো দেখতে শুরু করেছে। অনেকের মতে, এটি বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রহীন এক শহীদের ন্যায্য মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
৩ জুলাই, ২০২৫
শিক্ষার্থীদের দাবির মুখে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর–কে প্রত্যাহার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চলমান কর্মসূচির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম শান্তু।ওসি নাজমুন নূরকে পটিয়া থানা থেকে সরিয়ে চট্টগ...
২ জুলাই, ২০২৫
২ জুলাই, ২০২৫
২ জুলাই, ২০২৫
২ জুলাই, ২০২৫
১ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
শিক্ষার্থীদের দাবির মুখে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর–কে প্রত্যাহার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চলমান কর্মসূচির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত কর...